২৮শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্পসহ ঢাবির ৪১টি কার্যক্রম সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ছাত্র সংসদ (ডাকসু) সচল করা এবং একাডেমিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠাসহ মোট ৪১টি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার (৩১ জানুয়ারি) সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্ট পরবর্তী সময়ে তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো প্রায় স্থবির হয়ে পড়েছিল। সেই অস্বাভাবিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করে নতুন প্রশাসন মাত্র এক মাসেরও কম সময়ে সকল বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস কার্যক্রম চালু করে। একই সাথে ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন অকার্যকর থাকা ডাকসু সচল করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে একটি বড় অর্জন। এ ছাড়া ২ হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও আধুনিকায়নে বড় পরিবর্তন আনবে। এদিকে প্রশাসনিক স্বচ্ছতা নি

২৮শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্পসহ ঢাবির ৪১টি কার্যক্রম সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ছাত্র সংসদ (ডাকসু) সচল করা এবং একাডেমিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠাসহ মোট ৪১টি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

শনিবার (৩১ জানুয়ারি) সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্ট পরবর্তী সময়ে তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো প্রায় স্থবির হয়ে পড়েছিল। সেই অস্বাভাবিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করে নতুন প্রশাসন মাত্র এক মাসেরও কম সময়ে সকল বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস কার্যক্রম চালু করে। একই সাথে ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন অকার্যকর থাকা ডাকসু সচল করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে একটি বড় অর্জন। এ ছাড়া ২ হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও আধুনিকায়নে বড় পরিবর্তন আনবে।

এদিকে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে জনসংযোগ দপ্তরের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে হালনাগাদ তথ্য প্রদান করা হচ্ছে, যা প্রাতিষ্ঠানিক আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে প্রশাসনের দায়িত্বশীলরা উল্লেখ করেন, এই অর্জনগুলো কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার অংশ। একটি জাতীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিনির্ভরতা থেকে মুক্ত করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতেই এই ৪১টি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বর্তমান প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow