২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ প্রার্থী। এরমধ্যে বিভিন্ন দল থেকে ৯জন ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এরমধ্যে নিজের হলফনামায় ২৮ ভরি স্বর্ণের মালিক বলে উল্লেখ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য জানা গেছে। হলফনামা ঘেঁটে দেখা যায়, আতাউর রহমান সরকারের ২৮ ভরি স্বর্ণ রয়েছে। এসব স্বর্ণ বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছিলেন বলে উল্লেখ করেছেন এই প্রার্থী। তিনি ১৯৮২ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম ফারহানা সুমাইয়া শবনম। তিনি এক কন্যা সন্তানের জনক। নিজের পূর্বের পেশা হিসেবে সাংবাদিকতাকে উল্লেখ করেছন আতাউর রহমান। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় জড়িত বলে উল্লেখ করেছেন। এ পেশা থেকে তিনি বছরে তিন লাখ ৪৬ হাজার ৬৬৭ টাকা আয় করেন। এ ছাড়া ভাড়া হিসেবে পান এক লাখ ৭০ হাজার টাকা। স্নাতকোত্তর করা আতাউর রহমান নির্বাচনী ব্যয় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ঋণ এবং স্বেচ্ছা প্রদত্ত টাকা থেকে মেটাবেন বলে উল্লেখ করেছেন। হলফনামায় আরও উল্লেখ করেন, পৈতৃক সূত্রে ৫১ শতাংশ কৃষি জমি রয়েছে তার। এ ছাড়া একটি বাড়ি
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ প্রার্থী। এরমধ্যে বিভিন্ন দল থেকে ৯জন ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এরমধ্যে নিজের হলফনামায় ২৮ ভরি স্বর্ণের মালিক বলে উল্লেখ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য জানা গেছে।
হলফনামা ঘেঁটে দেখা যায়, আতাউর রহমান সরকারের ২৮ ভরি স্বর্ণ রয়েছে। এসব স্বর্ণ বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছিলেন বলে উল্লেখ করেছেন এই প্রার্থী। তিনি ১৯৮২ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম ফারহানা সুমাইয়া শবনম। তিনি এক কন্যা সন্তানের জনক। নিজের পূর্বের পেশা হিসেবে সাংবাদিকতাকে উল্লেখ করেছন আতাউর রহমান।
বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় জড়িত বলে উল্লেখ করেছেন। এ পেশা থেকে তিনি বছরে তিন লাখ ৪৬ হাজার ৬৬৭ টাকা আয় করেন। এ ছাড়া ভাড়া হিসেবে পান এক লাখ ৭০ হাজার টাকা। স্নাতকোত্তর করা আতাউর রহমান নির্বাচনী ব্যয় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ঋণ এবং স্বেচ্ছা প্রদত্ত টাকা থেকে মেটাবেন বলে উল্লেখ করেছেন।
হলফনামায় আরও উল্লেখ করেন, পৈতৃক সূত্রে ৫১ শতাংশ কৃষি জমি রয়েছে তার। এ ছাড়া একটি বাড়ি নির্মাণ করছেন তিনি।
What's Your Reaction?