৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধভাবে ভোট করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর তেজকুনিপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম এই ঘোষণা দেন। স্বতন্ত্রের সরকার গঠনের লক্ষ্যে এই মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আব্দুর রহিম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এখন স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৭৩ জন। এর পাশাপাশি বিভিন্ন ছোট ছোট দল থেকে আরও অন্তত ১০০ জন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ৩০০ আসনের জন্য আমাদের সংগঠন থেকে চূড়ান্তভাবে ৩০০ প্রার্থীকে সমর্থন দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিতকরণ, অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডা. গোলাম কবির, মো. জয়নুল আবেদীন, খাইরুজ্জামান শিপন, আকবর হোসেন ফাইটন, সিউলি আক্তার, জেসমিন আক্তার প্রমুখ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধভাবে ভোট করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর তেজকুনিপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম এই ঘোষণা দেন।
স্বতন্ত্রের সরকার গঠনের লক্ষ্যে এই মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আব্দুর রহিম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এখন স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৭৩ জন। এর পাশাপাশি বিভিন্ন ছোট ছোট দল থেকে আরও অন্তত ১০০ জন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ৩০০ আসনের জন্য আমাদের সংগঠন থেকে চূড়ান্তভাবে ৩০০ প্রার্থীকে সমর্থন দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিতকরণ, অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডা. গোলাম কবির, মো. জয়নুল আবেদীন, খাইরুজ্জামান শিপন, আকবর হোসেন ফাইটন, সিউলি আক্তার, জেসমিন আক্তার প্রমুখ।
What's Your Reaction?