৫০ দিনে হাফেজ হলেন ১০ বছরের আব্দুর রহমান

বগুড়ার সোনাতলায় মাত্র ৫০ দিনে ১০ বছরের শিশু আব্দুর রহমান কোরআনের হাফেজ হয়েছে। আব্দুর রহমান সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের সাজু বেপারির ছেলে ও সোনাতলা পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাত্র ১০ বছর বয়সী শিশু আব্দুর রহমান মাত্র ৫০ দিনে কোরআনের ৩০ পারা মুখস্থ করে কোরআনের হাফেজ হয়েছে। এ উপলক্ষে রোববার মাদ্রাসা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ নজবুল হকের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী। তিনি ওই ছাত্রকে পাগড়ি প্রদান করেন। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাশেমীর সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাড. এটিএম জিল্লুর হক। আব্দুর রহমানের বাবা সাজু বেপারী জানান, তার ছেলে অল্প সময়ের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর রহমত। উপস্থিত ছিলেন, প

৫০ দিনে হাফেজ হলেন ১০ বছরের আব্দুর রহমান

বগুড়ার সোনাতলায় মাত্র ৫০ দিনে ১০ বছরের শিশু আব্দুর রহমান কোরআনের হাফেজ হয়েছে। আব্দুর রহমান সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের সাজু বেপারির ছেলে ও সোনাতলা পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাত্র ১০ বছর বয়সী শিশু আব্দুর রহমান মাত্র ৫০ দিনে কোরআনের ৩০ পারা মুখস্থ করে কোরআনের হাফেজ হয়েছে।

এ উপলক্ষে রোববার মাদ্রাসা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ নজবুল হকের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী। তিনি ওই ছাত্রকে পাগড়ি প্রদান করেন।

এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাশেমীর সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাড. এটিএম জিল্লুর হক।

আব্দুর রহমানের বাবা সাজু বেপারী জানান, তার ছেলে অল্প সময়ের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর রহমত।

উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা মুহাতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বী, ঢাকার পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ শাইকুল হাদিস আল্লামা মুফতি নুরুল আলম, শামসুদ্দোহা, ইসমাইল হোসেন, আনোয়ার শেখ, আল রিয়াদ, আলহাজ্ব মাওলানা রিয়াদ হাসান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow