৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

ই-বেইলবন্ড (ডিজিটাল জামিননামা) চালু করার ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় ধাপে ভার্চুয়ালি দেশের ৮ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনকালে এমনটা জানান তিনি। দ্বিতীয় ধাপে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। জানা গেছে, ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দেওয়ায় আসামিকে এক ঘণ্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে। এ সময় আইন উপদেষ্টা বলেন, প্রচলিত বেইলবন্ড দাখিলের ক্ষেত্রে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে অনেক সময় লাগত, মানুষেরও ভোগান্তি হতো। তবে ই-বেইলবন্ডের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি ভোগান্তি কমবে। আসিফ নজরুল বলেন, আগামী ৬ মাসের মধ্যে দেশের সব জেলায় ই-বেইলবন্ড চালু করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের বাকি সময়ে আরও কয়েকটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। প্

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

ই-বেইলবন্ড (ডিজিটাল জামিননামা) চালু করার ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় ধাপে ভার্চুয়ালি দেশের ৮ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনকালে এমনটা জানান তিনি।

দ্বিতীয় ধাপে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জানা গেছে, ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দেওয়ায় আসামিকে এক ঘণ্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে।

এ সময় আইন উপদেষ্টা বলেন, প্রচলিত বেইলবন্ড দাখিলের ক্ষেত্রে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে অনেক সময় লাগত, মানুষেরও ভোগান্তি হতো। তবে ই-বেইলবন্ডের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি ভোগান্তি কমবে।

আসিফ নজরুল বলেন, আগামী ৬ মাসের মধ্যে দেশের সব জেলায় ই-বেইলবন্ড চালু করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের বাকি সময়ে আরও কয়েকটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে। দেশের সব জেলায় ধীরে ধীরে এই কার্যক্রম শুরু হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow