নিউজিল্যান্ডের সর্ববৃহৎ মুসলিম কমিউনিটি-ভিত্তিক সংগঠন, মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড (এমইউএনজেড) রোববার (১৯ অক্টোবর) অকল্যান্ডে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি ফলপ্রসূ ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করে।
এমইউএনজেডের প্রেসিডেন্ট ব্যারিস্টার মাসুদ আলমের নেতৃত্বে এই কর্মশালায় ৬০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল নিউজিল্যান্ডের কর্মজীবনে প্রবেশ, পার্ট-টাইম চাকরির সুযোগ এবং নতুন পরিবেশে আত্মবিশ্বাসের সাথে মানিয়ে নেওয়ার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়া।
অকল্যান্ড ইউনিভার্সিটির হাফেজ যায়েদের সুমধুর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এমইউএনজেড এর ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলামের সঞ্চালনায় ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর সেশনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কর্মশালায় আইন, প্রকৌশল, শিক্ষা ও সম্প্রদায় নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
প্যানেলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ড. আতাউর রহমান (সুপ্রিম উপদেষ্টা), ড. মাহমুদ মোমিন (অবসরপ্রাপ্ত সিনিয়র লেকচারার), ড. নুরুল ইসলাম সরকার (প্রফেসর ও পরিচালক, নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি রিসার্চ সেন্টার), ব্যারিস্টার মাসুদ আলম।
এছাড়াও প্যানেলে আরও উপস্থিত ছিলেন ড. নাহিদ আলম, মোহাম্মদ কামরুল হাসান, সৈয়দ আমজাদ হোসেন আরিফ, ড. আকবর হোসেন এবং মাহবুব সোহেল। তারা শিক্ষার্থীদের কর্মসংস্থান সংক্রান্ত ব্যবহারিক দিক নির্দেশনা দেন।
কর্মশালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক সহায়তা নিশ্চিত করা। এমইউএনজেড বিভিন্ন শিল্পে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০-৩৫টি খণ্ডকালীন চাকরির সুযোগ সুনিশ্চিত করেছে বলে ঘোষণা দেয়। পাশাপাশি, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে এমইউএনজেড) বেশ কিছু বিনামূল্যের দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ঘোষণা দেয়।
এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), ডিজিটাল মার্কেটিং, ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা।
মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড জানায়, এই উদ্যোগটি নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাগত ও পেশাগত সাফল্যকে সমর্থন করার পাশাপাশি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক একীকরণকে উৎসাহিত করার জন্য তাদের মিশনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এমআরএম/এএসএম