অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। বুধবার (২৬ নভেম্বর) তিনি কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নিতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য বিতরণ করেন। জুয়েল একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপ অপসারণের মাধ্যমে বস্তিবাসীদের বসবাসযোগ্য করার কার্যক্রম চলমান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন। প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে মহাখালী এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বুধবার সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণ সম্পন্ন হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
বুধবার (২৬ নভেম্বর) তিনি কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নিতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য বিতরণ করেন।
জুয়েল একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপ অপসারণের মাধ্যমে বস্তিবাসীদের বসবাসযোগ্য করার কার্যক্রম চলমান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে মহাখালী এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বুধবার সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণ সম্পন্ন হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
What's Your Reaction?