দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।  বুধবার (১৯ নভেম্বর) এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিইউএফটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এ গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে বিইউএফটি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে টিম গ্রুপ, জায়ান্ট গ্রুপ, হামীম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, ইকো-টেক্স লিমিটেড, ফকির অ্যাপারেলস, সোনিয়া সোয়েটার গ্রুপ, পূর্বাণী গ্রুপ, প্যারামাউন্ট গ্রুপ এবং শাশা ডেনিমের মতো খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে।  এ চুক্তি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, গবেষণা সুযোগ এবং ক্যারিয়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

বুধবার (১৯ নভেম্বর) এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিইউএফটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এ গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিইউএফটি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে টিম গ্রুপ, জায়ান্ট গ্রুপ, হামীম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, ইকো-টেক্স লিমিটেড, ফকির অ্যাপারেলস, সোনিয়া সোয়েটার গ্রুপ, পূর্বাণী গ্রুপ, প্যারামাউন্ট গ্রুপ এবং শাশা ডেনিমের মতো খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে। 

এ চুক্তি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, গবেষণা সুযোগ এবং ক্যারিয়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow