অন্তবর্তীকালীন সরকারকে ষড়যন্ত্র না করে অচিরেই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা এই সরকারকে (অন্তবর্তীকালীন সরকারকে) বলতে চাই, কোনো প্রকার ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র না করে অচিরেই নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের রুপরেখা ঘোষণা করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে।
আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন- ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আপনারা দেখেছেন কীভাবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনারা সেদিকে যাবেন না প্লিজ। আপনারা সম্মান থাকতে দেশ ও জাতির কল্যাণে অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুণ। এবং সেটি ডিসেম্বরের মধ্যে হতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি জননেতা তারেক রহমান। আমাদের নেতা কীভাবে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট সরকার ও খুনি হাসিনাকে এই বাংলার মাটি থেকে বিদায় করেছেন তা সবাই জানে। ঠিক সেরকম কোনো ফ্যাসিস্টের আগমন হলে ফের আমাদের নেতার নেতৃত্বে কঠিন জবাব দেওয়া হবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ সহ প্রমুখ।