নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তবে কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২৫ আগস্ট) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
এর আগে রোববার জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্ক কনস্যুলেট অফিস। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা মাহফুজ আলম।
ভিডিও বার্তায় প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, পূর্বনির্ধারিত অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন মাহফুজ আলম। তিনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন। তবে আওয়ামী ফ্যাসিস্টরা একটা কালো গাড়ি আটক করে সেখানে বিক্ষোভ করেছিলেন। অথচ সে গাড়িতে মাহফুজুর রহমান ছিলেন না, এ ছাড়া হামলাকারীরা উপদেষ্টার মুখোমুখিও হয়নি।
তিনি বলেন, কনস্যুলেটের যে মূল দরজা সেটা প্রধান সড়কের কাছে। ওটা গ্লাসের, সেটা তারা ভাঙচুর করেছে। ওরা দেশে যা করে এখানেও তাই করেছে। আর প্রচুর গালাগাল করেছে, যা তাদের বৈশিষ্ট্য।
গোলাম মোর্তোজা বলেন, ফ্যাসিস্টরা যখন ভাঙচুর করে, তখন পুলিশ এসেছে এবং ওদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই হলো আসল ঘটনা। অথচ যারা এ অপকর্ম করেছে তারা অসত্য, বিভ্রান্তিকর ও প্রপাগান্ডামূলক প্রচারণা চালাচ্ছে।