গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

2 hours ago 5

ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মার ইলিশ যেন সোনার হরিণ। দামও আকাশছোঁয়া। গরিব-অসহায় মানুষ তো দূরের কথা, মধ্যবিত্ত পরিবারের জন্যও ইলিশ এখন স্বপ্নের খাবার।

সোমবার (২৫ আগস্ট) সকালে চাঁদপুর মাছ ঘাট ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে কয়েকগুণ। 

মাছ ঘাটে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর পদ্মায় মাছ ধরা আশানুরূপ হয়নি। ফলে কম পরিমাণ মাছ বেশি দামে কিনতে হচ্ছে ব্যবসায়ীদের। আর সেই খরচ পুষিয়ে নিতে বাজারে চড়া দামে বিক্রি করা ছাড়া উপায় নেই।

বর্তমান বাজারদর— ৫০০-৬০০ গ্রাম সাইজের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম সাইজ প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। ১ কেজি সাইজ প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা। দেড় কেজি সাইজ প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা, ২ কেজি সাইজ প্রতি কেজি ৪ হাজার টাকা।

চাঁদপুর মাছ ঘাটের এক পাইকারি ব্যবসায়ী রুবেল গাজী জানান, মৌসুম এলেও মাছের জোগান খুব কম। বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দামের ঝাঁজ লেগেছে। সাধারণ মানুষ হয়ত কষ্ট পাচ্ছেন, কিন্তু আমাদেরও কিছু করার নেই।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এমন ভরা মৌসুমেও এত দামে ইলিশ কেনা সম্ভব নয়। ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

চাঁদপুরের পদ্মার ইলিশ দেশজুড়ে খ্যাতি অর্জন করলেও সরবরাহ সংকটের কারণে এবারের মৌসুমে ইলিশ গরিব মানুষের জন্য কেবল স্বপ্ন হয়েই রইল।

Read Entire Article