স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান স্থপতি মোশতাক আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যুতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও রাজউক-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন মোশতাক আহমেদের বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমের জানাজার নামাজ এদিন মাগরিবের পর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় এবং তাকে যথাযোগ্য মর্যাদায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা পিরোজপুরের সন্তান। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার পরিচয় প্রদানের পাশাপাশি নিজ এলাকায় জনসেবামূলক কর্মে নিয়োজিত ছিলেন। তিনি তার স্ত্রী ও দু’ ছেলে রেখে গেছেন।
রাজউক-এর পক্ষ থেকে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। রাজউক পরিবারের সদস্যরা কামনা করেন মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন। আমিন।