১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

3 hours ago 4
ম্যাচের একপর্যায়ে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল লিভারপুল। মনে হচ্ছিল, জয় কেবলই সময়ের ব্যাপার তাদের জন্য। তবে প্রতিপক্ষ নিউক্যাসল যেন হাল ছাড়তে নারাজ। ৮৮ মিনিটের মাথায় ম্যাচে ২–২ গোলে সমতা ফেরায় নিউক্যাসল। ম্যাচের আর কয়েক মিনিট বাকি। সমর্থকরা ধরেই নিয়েছিলেন, ড্র হতে যাচ্ছে এই ম্যাচ। কিন্তু নাটকের তখনো বাকি। অতিরিক্ত সময়ে একেবারে শেষমুহূর্তে চমক নিয়ে হাজির হন লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে অভিষিক্ত ১৬ বছর বয়সী কিশোর রিও এনগুমোয়া। যোগ করা সময়ের ১০ মিনিটে এই ফরোয়ার্ডের গোলে সমতায় শেষ হতে যাওয়া ম্যাচটি লিভারপুল জিতে যায় ৩–২ গোলে। জয়সূচক গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখিয়েছেন কিশোর এনগুমোয়া। ইংল্যান্ড অনূর্ধ্ব–১৭ দলের এই কিশোর এখন ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা। প্রিমিয়ার লিগে ১৬ বছর বয়সে জয়সূচক গোল করা দ্বিতীয় খেলোয়াড়ও এনগুমোয়া। নিউক্যাসলের মাঠে লিভারপুলের শুরুটা অবশ্য ভালো ছিল না। তবে ম্যাচের ৩৫ মিনিটেই লিড পেয়ে যায় তারা। সবাইকে চমকে দিয়ে আকস্মিক এক গোলে লিভারপুলকে এগিয়ে দেন রায়ান গ্রাভেনবার্চ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই লিভারপুলকে আবারও এগিয়ে দেন হুগো একিতিকে।  একজন কম নিয়ে হাল না ছাড়া নিউক্যাসল ৫৭ মিনিটে ব্রুনো গিমারেসের গোলে ব্যবধান ২–১ করে এবং ৮৮ মিনিটে উইলিয়াম ওসুলার সমতাও ফিরিয়ে আনে। তবে শেষ পর্যন্ত ১৬ বছর বয়সী এনগুমোয়ার কাছে ম্যাচটি হাতছাড়া করে তারা এবং বাজিমাত করে লিভারপুল। 
Read Entire Article