রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বললেন ভারতের মন্ত্রী
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বলে কটাক্ষ করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রাইজ্জু।
ঘটনার সূত্রপাত এশিয়া কাপ ক্রিকেটে। ম্যাচে রাজনৈতিক কারণে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। বিষয়টি নিয়ে পাকিস্তানে সমালোচনা শুরু হয়। এর মধ্যে সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি এক টিভি অনুষ্ঠানে রাহুলের প্রশংসা করে বলেন, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে।
আফ্রিদির এ মন্তব্যের পর বিজেপি নেতারা রাহুলকে নিশানা করেন। কিরণ রাইজ্জু এক্সে লিখেছেন, রাহুল গান্ধী পাকিস্তানের ডার্লিং।
বিজেপি নেতা অমিত মালভিয়াও সমালোচনা করে বলেন, ভারতের শত্রুরা কেন রাহুলের মধ্যে বন্ধুত্ব খুঁজে পান—এটা ভারতীয় জনগণ বুঝে।
এদিকে বিরোধী দলগুলো অভিযোগ করেছে, অর্থনৈতিক কারণে সরকার পাকিস্তানের বিপক্ষে খেলতে জাতীয় দলকে অনুমতি দিয়েছে।
ভারত-পাকিস্তান সম্পর্ক এরই মধ্যে অচলাবস্থায় রয়েছে। গত এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। সেই ঘটনার পর থেকেই এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল।