অচেতন মা পড়ে ছিলেন রাস্তায়, পাশে বসে কাঁদছিল শিশুটি

1 month ago 24

রাজধানীর কোতোয়ালি থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন মাধুরী (৪৫) নামের এক নারী। এসময় শ্রেষ্ঠা নামের তার পাঁচ বছরের শিশুসন্তানটি পাশে বসে কাঁদছিল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মা ও সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সালাউদ্দিন জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশেই ওই নারী অসুস্থ হয়ে পড়ে ছিল। তার শিশুসন্তানটি পাশে বসে কাঁদছিল। পরে গুরুতর অসুস্থ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি নিজের ও তার মায়ের নাম ছাড়া আর কিছুই বলতে পারছিল না।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি জানান, মারা যাওয়া নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ঠিক কী কারণে হঠাৎ তিনি অসুস্থ হয়েছেন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সেটি জানা যাবে। শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) নার্সদের কাছে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমেকেআর/এমএস

Read Entire Article