চাঁদপুরে কবিতা উৎসবে পুরস্কৃত ১০ জন

7 hours ago 5

নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসব। ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে সবুজ ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক নাসরীন জাহান। প্রধান আলোচক ছিলেন জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ।

অনুষ্ঠানে দেশের ১০ গুণী ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২৩ ও ২০২৪। কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণায় হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেনের হাতে ২০২৩ সালের এবং কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বরে রকিব লিখনের হাতে ২০২৪ সালের পুরস্কার তুলে দেওয়া হয়।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস।

আরও পড়ুন

স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপ-মহাপরিচালক দুখাই মুহাম্মাদ। শুভেচ্ছা বক্তব্য দেন চর্যাপদ একাডেমির উপ-মহাপরিচালক নন্দিতা দাস, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স ও সিসিডিএর চাঁদপুর সদর উপজেলার সমন্বয়কারী নার্গিস আক্তার।

শংসাপত্র পাঠ করেন নন্দিতা দাস, জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, রিমি মজুমদার, দিপান্বিতা দাস, সাথি, নাজমুল ইসলাম, খাদিজা মুন্নি ও গীতিকবি রাসেল ইব্রাহীম।

প্রথমেই সোম দত্তের পরিচালনায় নৃত্যধারা সংগঠনের একঝাঁক তরুণ শিল্পী নৃত্য পরিবেশন করেন। তারপর দিলীপ ঘোষের হাওয়াইয়ান গিটার, রবীন্দ্র মজুমদারের গান ও বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার দিয়ে আসছে। এবার অনুষ্ঠান পার্টনার ছিলো ফোকাস মোহনা ও ইয়ূথ ফোরাম বাংলাদেশ।

এসইউ/এমএস

Read Entire Article