খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি নিয়ে ব্রিফিং করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় ব্রিফিং অনুষ্ঠিত হবে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রাহাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাহাতুল ইসলাম জানান, ভোরে কুয়েটের সবশেষ অবস্থা জানিয়ে ব্রিফিং করবেন শিক্ষার্থীরা। পরে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ক্যাম্পাসের পরিস্থিতি তুলে ধরে উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি তুলে ধরবেন।
আরও পড়ুন
এদিকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও দেওয়ালে দেওয়ালে পোস্টারিং করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
এরআগে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা।
আরিফুর রহমান/এসআর