অঞ্জলিকে ‘অশ্লীল স্পর্শ’ বিতর্কে মুখ খুললেন পবন সিং
ভোজপুরী তারকা পবন সিং মঞ্চে পারফরম্যান্সের সময় সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবের পেটে অশ্লীলভাবে হাত দেওয়ার অভিযোগে এবার মুখ খুললেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষমা চেয়ে তিনি দাবি করেন, তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।
পবন লেখেন, ‘অঞ্জলি, ব্যস্ত থাকার কারণে আপনার লাইভ দেখতে পারিনি। বিষয়টা জানার পর খুব খারাপ লেগেছে। আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। যদি আমার আচরণে আপনার খারাপ লেগে থাকে, তবে তার জন্য ক্ষমা চাইছি।’
লখনউতে নতুন গান ‘সাইয়া সেবা করে’-এর প্রচারে গিয়েছিলেন পবন-অঞ্জলি। অভিযোগ, সেখানেই লাইভ অনুষ্ঠানে অশালীনভাবে স্পর্শ করেন তিনি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়।
অভিনেত্রী অঞ্জলি রাঘব বলেন, ‘ঘটনায় আমার কোনো দোষ না থাকলেও লাগাতার সমালোচনার শিকার হচ্ছি। আমাকে বলা হচ্ছে, আমি নাকি প্রতিবাদ করিনি, উপভোগ করেছি! কেউ যদি জনসম্মুখে অশ্লীলভাবে স্পর্শ করে, তাতে কি খুশি হওয়া যায়?’
কাঁদতে কাঁদতে অঞ্জলি আরও জানান, ‘টিমের কাছে জানতে চাইলে সবাই বলেছে, কিছু লাগেনি। তবুও আমি বিধ্বস্ত। কুরুচিকর মেসেজ পাচ্ছি। ভীষণ রাগ হচ্ছে, আবার ভেঙেও পড়ছি। মনে হচ্ছে আমি আর কোনোদিন ভোজপুরী সিনেমায় কাজ করব না।’
অভিনেত্রীর ভিডিওর পর পবনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতেই প্রকাশ্যে ক্ষমা চান তিনি।