অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

2 months ago 7

যশোর সদর উপজেলায় ডাবলু নামে এক অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) ভোরে যশোর-ঝিনাইদাহ মহাসড়কের ব্র্যাক অফিসের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডাবলু (৬৫) ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে  জানা গেছে, নিহত ডাবলু পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের ন্যায় শনিবার তিনি অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। রোববার সকালে স্থানীয় চুড়ামনকাটি বাজারের অদূরে ব্র্যাক অফিসের কাছে রক্তাক্ত ও চোখ উপড়ানো মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের পরিবারের ধারণা, ছিনতাইকারীর কবলে পড়তে পারেন তিনি। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে হত্যা করে তার কাছে থাকা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। 

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুর রউফ বলেন, খবর পেয়েই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসেছিলেন। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। তবে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

Read Entire Article