অটোরিকশা থামিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

2 hours ago 4

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপকের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা পাঁচটি মোটরসাইকেলে এসেছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এনার পরিবহনের কর্মচারীর অভিযোগ ও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপক রোববার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাশিয়ারসহ তিনজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উপশহরের দিকে একটি ব্যাংকে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্বরের পাশে পাঁচটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা অটোরিকশার পথ রোধ করেন।

এ সময় তারা ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীদের ব্যাগে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, আমরা আশপাশে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে বুঝেছি পাঁচটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। ছিনতাইকারীরা ১০ জন ছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল। একটি মোটরসাইকেলের নম্বরপ্লেট স্কচটেপ দিয়ে ঢাকা ছিল ও চারটির কোনো নম্বরপ্লেট ছিল না। এ ঘটনায় এনা পরিবহনের পক্ষ মামলা করা হয়েছে। আমরা ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রেখেছি।


 

Read Entire Article