লেহ-লাদাখের পাহাড় পেরিয়ে এবার শহরের ব্যস্ত রাস্তায় নেমেছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর যুদ্ধ! তবে এবার যুদ্ধটা ক্যামেরার নয়, সময়ের সঙ্গে। মুম্বাইয়ের ভয়াবহ যানজটে আটকে গেলেন স্বয়ং বলিউডের ভাইজান, সালমান খান। শুটিংফ্লোরে সময়মতো পৌঁছানোর তাগিদে যখন মিনিটে মিনিটে বাড়ছে উদ্বেগ, তখনই ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। মাঝরাস্তায় থেমে গিয়ে শুটিং ফ্লোরে সময় মতো যাওয়ার জন্য বলিউড ভাইজান সাহায্য চাইলেন সাধারণ মানুষের কাছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সময়মতো শুটিংয়ে পৌঁছাতে নিজের বিলাসবহুল গাড়ি থেকে নেমে পড়েন সালমান আর লিফট নেন এক তরুণের বাইকে। আর তাতেই সময়মত শুটিং ফ্লোরে পৌঁছান তিনি । যদিও সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে তার পিছু নিতে ভোলেননি নিরাপত্তারক্ষীরা।
এদিকে সাধারণ তরুণের বাইকে করে মুম্বাইয়ের রাজপথে সঙ্গী হয়েছেন সালমান আর তার পেছনে প্রায় উড়ে আসছে তার নিরাপত্তারক্ষীরা। এই দৃশ্য কল্পনা করলেও মনে হয় যে কোনও ছবির দৃশ্যকে হার মানাবে। তবে নিজের গন্তব্যে অর্থাৎ স্টুডিও অবধি পৌঁছানো পর্যন্ত নিজের পরিচয় কোনোভাবেই দেননি সালমান। বাইকের চালক ওই তরুণ তখন জানেন না যে তিনি কাকে নিয়ে যাচ্ছেন।
মুখ ঢাকা দিয়ে স্টুডিওতে পৌঁছানোর পরই নিজের পরিচয় দেন ভাইজান। আর তা জানার পর স্তম্ভিত হয়ে যায় সেই তরুণ বাইকার।

2 hours ago
3









English (US) ·