অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগনে নিহত

1 day ago 6
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগনে নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার আক্তারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬) ও দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি আক্তাপাড়া যেতে যাচ্ছিলেন মামা আমিরুল ও ভাগনে রাজিন আহমদ। সুনামগঞ্জ জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় পৌঁছলে বিপরীতগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মামা-ভাগনে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গেলে অটো সিএনজি চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগনে নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
Read Entire Article