বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেতা শাহরুখ খানের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে স্ত্রী গৌরী খান ও ছেলে আরিয়ান খানকে নিয়ে মক্কায় অবস্থান করছেন অভিনেতা। সৌদি আরবের পবিত্র মক্কায় তাদের অবস্থানকে কেন্দ্র করেই মূলত ছড়িয়ে পড়েছে ছবিটি। একই সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে, বিয়ের ৩৩ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন শাহরুখপত্নী!
ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মনে এ ধরনের প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসলেই কি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গৌরী? বিষয়টি তা নয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ছবিটি একদমই ভুয়া। গৌরী, আরিয়ান ও অভিনেতা ডিপফেকের শিকার।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ছবি ও ভিডিও তৈরি করে জনসাধারণের মধ্যে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি এ ধরনের সাইবার অপরাধের মাধ্যমে মানুষের মনে ভয়ও বাড়িয়ে দিচ্ছে। এর আগে বলিউড তারকা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, রাশমিকা মান্দানাকে নিয়েও এমন ষড়যন্ত্র করা হয়েছে।
এদিকে গৌরীকে ক্যারিয়ারের শুরুতে বিয়ে করেছেন অভিনেতা শাহরুখ খান। পরিবারের সিদ্ধান্তের বিপরীতে গিয়েই তারকার গলায় মালা দিয়েছিলেন গৌরী। ইন্ডাস্ট্রিতে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া চলতে থাকে, সেখানে এখনো অটুট তাদের সংসার। ২০০৫ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে সম্পর্কের ভারসাম্য নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তারকাপত্নী।
গৌরী তখন জানিয়েছিলেন, তাদের সম্পর্কে সব সময় ভারসাম্য থাকে। স্বামীর ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন। তবে তার অর্থ এই নয় যে নিজে ধর্ম পরিবর্তন করে মুসলিম হবেন। এতে বিশ্বাসী নন তিনি। প্রতিটি মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে। এতে পারস্পরিক সম্মান থাকা উচিত।
তাদের তিন ছেলে-মেয়ে আরিয়ান, সুহানা ও আব্রামও এভাবে বেড়ে উঠেছেন। তারা যেমন ঈদ উদযাপন করেন, আবার দিওয়ালিও উদযাপন করেন বলে জানান।