অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ
দুই দশক আগে ‘পরিণীতা’ দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন বিদ্যা বালান। ২০০৫ সালের সেই ছবির বয়স এখন ২০। উপলক্ষকে সামনে রেখে আগামী ২৯ আগস্ট আবারও প্রেক্ষাগৃহে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি।
মুক্তির আগে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানালেন, সিনেমার অডিশনের সময়ই বিদ্যা বালান নাকি তাকে সরাসরি গালাগাল করেছিলেন।
চোপড়ার ভাষায় ‘‘পরিণীতা করার জন্য অনেক তারকা নাম এগিয়ে এসেছিল। কিন্তু প্রদীপ সরকার আমাকে নতুন মুখ দেখাতে চাইলেন। বিদ্যাকে দিয়ে একের পর এক টেস্ট নেওয়া হচ্ছিল। আমি সাধারণত স্ক্রিন টেস্টে থাকি না, তবে ওর অডিশনগুলো আমি দেখছিলাম। এতবার পরীক্ষা দিতে দিতে বিদ্যা বিরক্ত হয়ে একসময় বলে ফেলেছিল ‘তিনি নিজেকে কী মনে করেন!’ অথচ শেষ পরীক্ষাতেই ওর অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করে দেয়।”
সেই স্মৃতির কথা শুনে বিদ্যাও আবেগতাড়িত হয়ে জানান, “প্রদীপ দাদা ফোন করেছিলেন। আমি ভেবেছিলাম আবার বাদ পড়েছি। পরে মিস্টার চোপড়া নিজেই বললেন, ‘তুই-ই আমার পরিণীতা।’ সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতাগুলোর একটি।”
বিশেষ প্রদর্শনীর আসরে বিদ্যা, চোপড়ার সঙ্গে উপস্থিত ছিলেন রেখা, দিয়া মির্জা, রাজকুমার হিরানি ও শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠানে বিদ্যাকে রেখার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
‘পরিণীতা’তে বিদ্যা বালানের পাশাপাশি অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, সাইফ আলি খান, রাইমা সেন ও দিয়া মির্জা। আর ছবির একটি জনপ্রিয় গানে দেখা গিয়েছিল রেখাকেও।