পাঁচ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, ৩ কিশোর আটক

5 hours ago 5
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির মা জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তারা একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। ঘরের ভেতরে ঢুকতেই পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসি। সেখান থেকে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান। হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন, ধর্ষণের ঘটনা নিয়ে শিশুটিকে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি অনেক অসুস্থ।
Read Entire Article