পুলিশের তল্লাশিতে বিপুল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১

17 hours ago 6
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তল্লাশি করে বিপুল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় কৈশোর হাজী মার্কেটের সামনে পুলিশের চেকপোস্টে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. হাবিব উল্ল্যাহ (৩২), তিনি শ্রীমঙ্গলের হুগলিয়ার টিলাগাঁও গ্রামের বাসিন্দা আজিম মোল্লার ছেলে। পুলিশ জানায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে কৈশোর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট বসায় থানা পুলিশ। সেখানে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা আটকের পর তল্লাশি করা হয়। তাতে যাত্রী বসার সিটের পেছনে একটি কাগজের কার্টন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৬ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা। এ সময় হাবিব উল্ল্যাহকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশের নিয়মিত টহলের আওতায় এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Read Entire Article