অতিরিক্ত ভাড়া আদায়ে হানিফ পরিবহনকে জরিমানা

19 hours ago 7

কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।

এ বিষয়ে আলপনা ইয়াসমিন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা। কিন্তু নন এসি ভাড়া হবে ৬৯০ টাকা।

অতিরিক্ত ভাড়া আদায়ে হানিফ পরিবহনকে জরিমানা

তিনি বলেন, এছাড়াও অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ থেকে ১০০০ টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা বিপাকে পড়ে বেশি ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছেন।

অভিযানে হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হানিফ পরিবহনকে সতর্কতা করা হয়েছিল।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

Read Entire Article