অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী: দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

উত্তরবঙ্গের প্রখ্যাত আলেমেদ্বীন ও সিরাজগঞ্জের কৃতিসন্তান শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মতিউর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রোববার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত চড়িয়া শিকার গ্রামে মরহুমের নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে তার অসংখ্য ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন, “মরহুম অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান ছিলেন আমাদের আধ্যাত্মিক রাহবার। তিনি হাজারো যোগ্য আলেম ও শিক্ষার্থী গড়ে তুলেছেন। শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য। একজন ওস্তাদ হিসেবে তিনি আমাকে অসম্ভব ভালোবাসতেন।” তিনি আরও বলেন, “মাদ্রাসা, স্কুল, মসজিদ ও কবরস্থান প্রতিষ্ঠাসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সদকায়ে জারিয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তা

অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী: দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

উত্তরবঙ্গের প্রখ্যাত আলেমেদ্বীন ও সিরাজগঞ্জের কৃতিসন্তান শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মতিউর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোববার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত চড়িয়া শিকার গ্রামে মরহুমের নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে তার অসংখ্য ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন, “মরহুম অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান ছিলেন আমাদের আধ্যাত্মিক রাহবার। তিনি হাজারো যোগ্য আলেম ও শিক্ষার্থী গড়ে তুলেছেন। শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য। একজন ওস্তাদ হিসেবে তিনি আমাকে অসম্ভব ভালোবাসতেন।”

তিনি আরও বলেন, “মাদ্রাসা, স্কুল, মসজিদ ও কবরস্থান প্রতিষ্ঠাসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সদকায়ে জারিয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার জ্ঞান ও আমল ছিল অনুকরণীয়।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলংগা থানা সভাপতি রাশেদুল ইসলাম শহীদ, সেক্রেটারি রাকিবুল ইসলাম, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন মুন্সি, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক মাস্টার, বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে। মরহুমের পরিবারের পক্ষ থেকে বড় ছেলে শোয়াইব আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মরহুমের ছোট জামাতা মাওলানা গোলাম মোস্তফা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছোট ছেলে এম. জাকারিয়া হোসেন।

এ সময় মরহুমের পরিবারের উদ্যোগে প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow