অনলাইন আবেদনের সার্ভার বন্ধ ১২ দিন, ভোগান্তিতে শিক্ষক-কর্মচারীরা

3 months ago 7

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন অবসর সুবিধা বোর্ডের অনলাইন আবেদনের সার্ভার ১২ দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা।

অথচ অর্থসংকটে ভোগা অবসর সুবিধা বোর্ডের জন্য এক সপ্তাহ আগেই দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বরাদ্দের পর শিক্ষকদের আবেদনের আগ্রহ বেড়েছে। ঠিক তখনই সার্ভার বন্ধ থাকায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষক-কর্মচারীরা।

শুক্রবার (৩০ মে) অনেক শিক্ষক ও কর্মচারী চেষ্টা করেও সার্ভারে প্রবেশ করে আবেদন করতে পারেননি বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে তারা দ্রুত এ সমস্যা সমাধানের উদ্যোগ নিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা জানান, গত ১৯ মে থেকে সার্ভার বন্ধ। ওইদিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েও বিষয়টি জানানো হয়েছিল। বলা হয়েছে, কারিগরি ত্রুটি ঠিক করে দ্রুত সার্ভার চালু করা হবে। তবে ১২ দিন পার হলেও এখনো সার্ভার চালু করা হয়নি

এদিকে, বিষয়টি নিয়ে জানতে শুক্রবার রাতে অবসর সুবিধা বোর্ডের বেশি কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেননি।

দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, অর্থছাড়ই করা যাচ্ছে না, সেখানে নতুন আবেদনের প্রয়োজনীয়তা দেখছে না কর্তৃপক্ষ। সেজন্যই হয়তো সার্ভার ঠিক করার ব্যাপারে আগ্রহ কম। ঈদের ছুুটির পর ছাড়া সার্ভার চালু নাও হতে পারে বলেও জানান তারা।

গত ১৯ মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যারের কারিগরি ত্রুটিজনিত ডেভেলপমেন্ট ও মেইনটেন্যান্সের কাজ চলছে। স্বল্প সময়ের জন্য সার্ভার ডাউন থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

এদিকে, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট মিলিয়ে প্রায় ৭৫ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর আবেদন অনিষ্পন্ন হয়ে জমা পড়ে আছে। অর্থসংকটে কারণে আবেদনকারীদের টাকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তরা।

সংকট নিরসনে গত ২৪ মে বড় অংকের অর্থ বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে’ দুই হাজার কোটি টাকা এবং ‘বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে’ ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এতে খুশি অবসরে বোর্ডের এককালীন অর্থের জন্য আবেদন করে ঝুলে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের প্রত্যাশা প্রায় পাঁচ বছর ধরে ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে। তাছাড়া বড় অংকের বরাদ্দ আসায় অবসরপ্রাপ্তদের মধ্যে যারা আবেদন করতে গড়িমসি করছিলেন, তারাও আবেদনের আগ্রহ দেখাচ্ছেন। ঠিক সেসময় সার্ভার বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে শিক্ষকদের মনে।

এএএইচ/বিএ

Read Entire Article