অনলাইন জুয়াড়ি দিপুসহ গ্রেপ্তার ৩

8 hours ago 4
মেহেরপুরে অনলাইন জুয়াড়ি দেলোয়ার হোসেন দিপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে মুজিবনগর থানাধীন মেহেরপুর সদর-আটকবরগামী পাকা সড়কে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের পুলিশ সুপার। গ্রেপ্তাররা হলেন মুজিবনগর উপজেলার টঙ্গী গোপালপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন দিপু (৪০), সদর উপজেলার পিরোজপুর গ্রামের মো. সুমন আলী (৩৮) এবং মুজিবনগরের গোপালপুর (মাঝপাড়া) গ্রামের মো. সাকিবুল ইসলাম (২৩)।  অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ৫টি মোবাইল ফোন, ৪টি ব্যাংক কার্ড, দুটি পেনড্রাইভ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অনলাইনে জুয়া খেলার প্ল্যাটফর্ম পরিচালনা করতেন এবং গ্রামের সহজ-সরল মানুষদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে জুয়ায় আসক্ত করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। দেলোয়ার হোসেন দিপুর বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে। সুমন আলীর বিরুদ্ধেও মুজিবনগর থানায় একটি মামলা বিচারাধীন বলে জানা গেছে। মেহেরপুরের পুলিশ সুপার কালবেলাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।’
Read Entire Article