নাটোরের সিংড়ায় গোলাম হোসেন ওরফে বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে আত্মহত্যা করেছেন তিনি।
সোমবার (১৯ মে) ভোরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস চকপাড়ার ওই কৃষকের বাড়ির পাশের একটি আম গাছ থেকে বাটুলের লাশটি উদ্ধার করা হয়। নিহত কৃষক বাটুল ওই গ্রামের কছিমদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তারেক হোসেন দুলাল বলেন, ‘কৃষক... বিস্তারিত