অনলাইন ব্যাংকিং কার্যক্রমে প্রবেশ করল চবি

2 months ago 45

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে চবির শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।

সোমবার (১৮ নভেম্বর) ৫৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাসসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষের অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা https://billpay.sonalibank.com.bd/ ওয়েবসাইটে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে ব্যাংক হিসাব, কার্ড ও মোবাইল ব্যাংকিং গেটওয়ে ব্যবহার করে তাদের ফি পরিশোধ করতে পারবেন।

Read Entire Article