অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়া

অনাকাঙ্ক্ষিত মৃত্যু অর্থাৎ কোনো অপঘাত বা দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যু, আল্লাহর স্বরণ থেকে গাফেল ও পাপাচারে লিপ্ত অবস্থায় মৃত্যু, তওবা ও কালেমা পড়ার সুযোগ থেকে বঞ্চিত অবস্থায় মৃত্যু থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করেছেন রাসুলুল্লাহ (সা.)। আবুল ইয়ুসর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ-শাইতনু ইনদাল মাওতি ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগান। অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ঘর-বাড়ি ভেঙ্গে চাপা পড়ে, উঁচু জায়গা থেকে পড়ে, পানিতে ডুবে, আগুনে জ্বলে মৃত

অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়া

অনাকাঙ্ক্ষিত মৃত্যু অর্থাৎ কোনো অপঘাত বা দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যু, আল্লাহর স্বরণ থেকে গাফেল ও পাপাচারে লিপ্ত অবস্থায় মৃত্যু, তওবা ও কালেমা পড়ার সুযোগ থেকে বঞ্চিত অবস্থায় মৃত্যু থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করেছেন রাসুলুল্লাহ (সা.)। আবুল ইয়ুসর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ-শাইতনু ইনদাল মাওতি ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগান।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ঘর-বাড়ি ভেঙ্গে চাপা পড়ে, উঁচু জায়গা থেকে পড়ে, পানিতে ডুবে, আগুনে জ্বলে মৃত্যু ও অতি বার্ধক্য থেকে। আশ্রয় প্রার্থনা করছি মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা থেকে, জিহাদের ময়দান থেকে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং (সাপ, বিচ্ছুর) দংশনজনিত কারণে মৃত্যুবরণ করা থেকে। (সুনানে আবু দাউদ: ১৫৫২)

বিপদের সময় রাসুলুল্লাহর (সা.) দোয়া

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, বিপদের সময় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দোয়াটি পড়তেন,

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রাববুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাববুস সামাওয়াতি ওয়া রাববুল আরদি ওয়া রাববুল আরশিল করীম।

অর্থ: আল্লাহ তাআলা ছাড়া কোন ইলাহ নেই, যিনি অতি উচ্চ মর্যাদাপূর্ণ ও অশেষ ধৈর্যশীল, আরশে আজিমের রব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আসমান জমিনের রব ও সম্মানিত আরশের মালিক। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। (সহিহ মুসলিম: ৬৬৭২)

দোয়া বৃথা যায় না

বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন এবং কল্যাণকর দোয়ার প্রতিদান বান্দা অবশ্যই লাভ করে। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়াতে কোনো পাপ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া কবুল করে নেন; হয়তো যে দোয়া সে করেছে তা ওইভাবেই কবুল করেন, তার দোয়ার প্রতিদান আখেরাতের জন্য সংরক্ষণ করেন অথবা এ দোয়ার মাধ্যমে তার ওপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। (বুখারি ফিল আদাবিল মুফরাদ)

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow