গত বছর ২২ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় চ্যালেঞ্জ কাপে এগিয়ে থেকে হেরে যাওয়ার পর ভেন্যু নিয়ে অভিযোগ করেছিল মোহামেডান। ম্যাচের ৬১ মিনিটে বসুন্ধরা কিংসের দর্শকরা গ্যালারি থেকে মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে খেলা বন্ধ ছিল ২০ মিনিটের মতো। ওই সময় পর্যন্ত মোহামেডান ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা শুরুর পর তিনটি গোল করে কিংস ৩-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় ঘরোয়া ফুটবলের নতুন এই টুর্নামেন্টে।
ম্যাচের পরই মোহামেডান কোচ আলফাজ আহমেদ অভিযোগ করেছিলেন, স্মোক ফ্লেয়ার নিক্ষেপের কারণে তার দলের খেলার ছন্দপতন হয়। দর্শকদের ওই উচ্ছৃঙ্খলতার জন্যই তারা হেরে গেছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। পরে মোহামেডান অফিসিয়ালি বাফুফেকে চিঠি দিয়ে ওই ম্যাচের মাঝে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে কিংসের দর্শকদের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার বিষয়টি অবহিত করে।
বাফুফেকে চিঠি দিয়ে মোহামেডান ওই ভেন্যুকে অনিরাপদ উল্লেখ করে ফিফার বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছিল। তা নাহলে নিরপত্তাহীনতার কারণে কিংস অ্যারেনায় মোহামেডান কোনো ম্যাচ না খেলার হুমকিও দিয়েছিল। যদিও গত ১০ ডিসেম্বর মোহামেডান ওই মাঠেই ফেডারেশন কাপের ম্যাচ খেলে রহমতগঞ্জের বিপক্ষে।
মোহামেডান কিংস অ্যারেনার নিরাপত্তার নিশ্চিত করতে ২৮ নভেম্বর যে চিঠি দিয়েছিল, তা আমলেই নেয়নি বাফুফে। তারপর মোহামেডান কর্মকর্তা বলেছিলেন, তারা কিংস অ্যারেনায় শুধু কিংসের বিপক্ষে খেলবে না। অন্য দলের বিপক্ষে ম্যাচ হলে সমস্যা নেই।
আগামী ১২ এপ্রিল কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক বসুন্ধরা কিংস। এবার কী করবে মোহামেডান? চ্যালেঞ্জ কাপে কিংস সমর্থকদের বিপক্ষে উত্থাপন করা অভিযোগের বিষয়ে বাফুফে কোনো ব্যবস্থাই নেয়নি। আগামী শনিবারের ম্যাচের আগে মোহামেডান আবার চিঠি দিয়েছে বাফুফেকে। আগেরবার মোহামেডান চিঠি দিয়েছিল বাফুফে সাধারণ সম্পাদক বরাবর। কোনো কাজ হয়নি। তাই এবারের চিঠি গেছে সভাপতির কাছে।
যদিও এই চিঠিতে আগের মতো গরম শব্দ ব্যবহার করেনি মোহামেডান। শুধু কিংস অ্যারেনার নিরাপত্তা ঘাটতির কথা মনে করিয়ে দিয়ে প্রতিকার চেয়েছে। সেই সাথে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে কিছু দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ক্লাবটি।
চ্যালেঞ্জ কাপের মতো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি যাতে না হয়, সে জন্য মোহামেডান দুই দলের পৃথক ভিআইপি বক্স নির্ধারণ, দুই দলের সমর্থকদকের জন্য গ্যালারিতে স্থান নির্ধারণ করে দেওয়া, মোহামেডান সমর্থকদের টিকিট ক্রয়ের জন্য পৃথক বুথ তৈরি করা, গোলপোস্টের পেছনে দর্শক বসতে না দেওয়া, খেলোয়াড় ও কোচিং স্টাফদের ম্যাচের পর নিরাপদে ভেন্যু ত্যাগের ব্যবস্থা নিশ্চিত করার দাবি করা হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। এই ম্যাচটি সাদাকালোদের জন্য গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বসুন্ধরা কিংসের কাছে। মোহামেডান এই ম্যাচ জিতলে শিরোপা জয়ের সম্ভাবনা আরো বাড়বে। কিংস জিতলে তারা দারুণভাবে ফিরে আসলে লিগ লড়াইয়ে। এখন তারা মোহামেডানের চেয়ে ৭ পয়েন্ট পেছিয়ে। জিতলে সেই ব্যবধান কমে হবে ৪। ড্র হলে সুবিধা হবে আবাহনীর। ২৩ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে।
আরআই/এমএমআর/জিকেএস