চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র ও মাদকসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৭ এপ্রিল) ভোরে বোয়ালখালী থানাধীন চরণদ্বীপ এলাকায় এক অভিযানে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ৫৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৯টি মোবাইলফোন, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার মদ, ৪ হাজার ৭০০ দেরহাম বৈদেশিক মুদ্রা এবং নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন, চরণদ্বীপ ইউনিয়নের প্রয়াত হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), প্রয়াত আফজাল আহম্মদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), প্রয়াত আনু মিয়র ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো. মুজাহিদের ছেলে মো. বাবুল ওরফে গ্যাস বাবুল (৫০)।
বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন আটক ব্যক্তিরা। গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, মাদক ও বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস