বলিউডের গ্ল্যামার জগত মানেই নানা গল্প, নানা বিতর্ক। সেরকমই এক কাহিনি শোনা যায় ২০০০ সালের ছবি হামারা দিল আপকে পাশ হ্যায়-এর শুটিং সেট থেকে। ছবির নায়িকা ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, নায়ক অনিল কাপুর।
গুঞ্জন অনুযায়ী, ছবির এক শয্যাদৃশ্যে ক্যামেরা চলতে শুরু করতেই অনিল কাপুর ঐশ্বরিয়াকে কাছে টানেন। তবে অনিলের আচরণে নাকি অস্বস্তিতে পড়ে যান ঐশ্বরিয়া। দৃশ্যের মাঝেই হঠাৎ চিৎকার করে ওঠেন তিনি এবং সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ হয়ে যায়। এরপর নাকি গটগট করে মেকআপ রুমে চলে যান নায়িকা।
সে সময় বলিপাড়ায় শোনা যায়, এতটা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না ঐশ্বরিয়া। তার অনুরোধেই পরে পরিচালক সতীশ কৌশিক সেই দৃশ্য বাদ দেন ছবির চূড়ান্ত সংস্করণ থেকে।
যদিও ঘটনাটি নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি ঐশ্বরিয়া কিংবা অনিল কাপুর। তাই বলিউডপ্রেমীরা আজও এই কাহিনিকে এক রহস্যময় স্মৃতি হিসেবেই মনে রাখেন।