অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে : উপাচার্য

23 hours ago 3
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।  মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিএসসির কেন্দ্রে একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ডাকসু নির্বাচন এখন দেশের দাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, আমরা আশা করি, যিনি জিতবেন এবং যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে নির্বাচনে কোনো স্বচ্ছতার ঘাটতি নেই। এর আগে, বিকেল আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। 
Read Entire Article