অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলন ১৩ শিক্ষকের, মামলার নির্দেশ

4 hours ago 6

বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নেওয়ার অভিযোগে তিন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- মেনকিউ মেনকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,রেংপুং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইতুমণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে দেয়া আলীকদম উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দেওয়া এক অফিস আদেশে বলা হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও গণমাধ্যমের সংবাদে সত্যতা যাচাইয়ের জন্য জেলা পরিষদ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তিন বিদ্যালয়ের ১৩ শিক্ষক কর্মস্থলে যাননি। শিক্ষার্থীদেরও পাঠদান করেননি। তবে নিয়মিত বেতন-ভাতা নিয়েছেন। বেতন নিয়ে তামাক চাষসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের কাজ করেছেন। নিজেরা কর্মস্থলে অনুপস্থিত থেকে নিজের মতো অন্য শিক্ষক নিয়োগ দিয়েছেন। ওই তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে ১৩ জনের কেউ সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পরে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জাগো নিউজকে বলেন, জেলা পরিষদের নির্দেশে আগামী রোববার বা সোমবার মামলা করা হবে। তবে অভিযুক্ত শিক্ষকদের নাম প্রকাশ করতে পারবেন না বলে জানান তিনি।

নয়ন চক্রবর্তী/এনএইচআর/জেআইএম

Read Entire Article