অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলল ছাত্রদল

6 hours ago 2

নেতাকর্মীদের গুপ্ত সংগঠন ও অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২২ আগস্ট) শাহবাগে কর্মী সমাবেশে ছাত্রদলের মহানগরের নেতারা এই আহ্বান জানান। শাহবাগের খাজা হাবিবুল্লাহ রোড প্রাঙ্গণে ২১ নম্বর ওয়ার্ড এই কর্মিসভার আয়োজন করে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূইয়া, প্রধান বক্তা ছিলেন আব্দুল হান্নান মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজিব।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শাহবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক মশিউল আজিম শিবলী এবং সঞ্চালন করেন শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দাম । 

কর্মিসভায় নেতারা জনগণের ভোটাধিকার ও নির্বাচন নিয়ে যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকতে বলেন।

এই সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

Read Entire Article