যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ভিসার মেয়াদকাল শেষে অনুমোদন ছাড়া অবস্থান করলে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৫ জুন) মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ফেসুবক পোস্টে বলা হয়, ‘আপনার অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যদি আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।’
- আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা
- জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে পারবেন ট্রাম্প?
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অভিবাসন নিয়ে নানামুখী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্টুডেন্ট ভিসাও সীমিত করেছে দেশটি। বার্থ ট্যুরিজম নিয়েও ব্যাপক সচেতন।
এছাড়া ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ১২টি দেশের নাগরিকদের জন্য পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি আরও সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ কথা জানায়।
নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে- আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। অন্যদিকে সীমিত প্রবেশাধিকার থাকবে—বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের জন্য।
এএসএ/এএসএম

 4 months ago
                        14
                        4 months ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·