অনুষ্ঠানের টোপ দিয়ে অভিনেতাকে অপহরণ

2 weeks ago 14

বলিউড অভিনেতা মুস্তাক খান। স্টেজ শো করতে গিয়ে ২০ নভেম্বর  দিল্লি বিমানবন্দর থেকে অপহরণ হন তিনি। এরপর টানা ১২ ঘণ্টা তাকে করা হয় অমানবিক অত্যাচার। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে এমনটাই জানিয়েছেন অভিনেতার ব্যবসায়ী পার্টনার শিবাম যাদব।

গণমাধ্যমটিতে যাদব জানান, মুশতাককে ২০ নভেম্বর মিরাটের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। যার জন্য তাকা আগাম সম্মানীও পাঠানো হয়। এরপর দিল্লি বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য তাকে গাড়িতে ওঠানো হয়। সেই গাড়ির ড্রাইভার তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই নির্জন স্থানে তাকে বন্দি করে রাখা হয়। এরপর ১২ ঘণ্টা ধরে মুস্তাকের ওপর নির্যাতন করে মুক্তিপণ হিসেবে ১ কোটি রুপি দাবি করে অপহরণকারী দল। পরে তারা মুশতাকের ছেলের অ্যাকাউন্ট থেকে ২ লাখ রুপি নেয়।  

এরপর তিনি আরও জানিয়েছেন, দিল্লি-মিরুট হাইওয়ে থেকে অপহৃত হয়েছেন মুস্তাক খান। সুনীল পালের মতো ঠিক একইভাবে মুস্তাক খানকেও অপহরণ করেছে দুষ্কৃতকারীরা। এ যেন পুরো বলিউডি সিনেমার স্ক্রিপ্ট। এর আগে অনুষ্ঠানের টোপ দিয়ে কমেডিয়ান সুনীল পালকে অপহরণ করা হয়। এবার একইরকম ঘটনা ‘স্ত্রী-২’, ‘ওয়েলকাম’ খ্যাত এ অভিনেতার সঙ্গে ঘটেছে।
 

Read Entire Article