প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ কোনো মিডিয়া থেকে কাউকে চাকরিচ্যুত করতে প্রভাবিত করে না। এ ধরনের অভিযোগ পেলে আমাদেরকে জানাবেন।
তিনি বলেন, আমি আমার সরকারের কথা বলতে পারি। প্রাইভেট সিটিজেন কে কি করছে সেটা আমি বলতে পারি না। সরকারের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক, বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য যেই হউক তার দায়িত্ব আমাদের না। যারা এগুলো করছে তাদের কাছে প্রশ্ন রাখা উচিত।
আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন গণমাধ্যম অফিসে তালিকা পাঠিয়ে চাকরিচ্যুত করার প্রভাব বিস্তার করা হচ্ছে এবং এ ধরনের ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য কতটুকু ভালো এমন প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।
এমএসএম