অনেকে ভাবে আমি খুব ওয়েস্টার্ন, মডার্ন ও উগ্র: মাহি

2 weeks ago 6

ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। নিয়মিত কাজ করছেন নাটক, ওয়েব কনটেন্ট ও মিউজিক ভিডিওতে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, বড় পর্দায় কাজের প্রস্তাব এলেও এখনই সেই সিদ্ধান্ত নিতে চান না।

মাহির ভাষায়, ‘এখন আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট বড় পর্দার দিকে যাচ্ছেন। এটা দারুণ ব্যাপার, কারণ তারা জীবনের এক স্থিতিশীল জায়গায় পৌঁছেছেন—অর্থনৈতিক ও মানসিক, দুই দিক থেকেই।’

তবে নিজের বাস্তবতা ভেবে মাহি এখনো ছোট পর্দাতেই স্বচ্ছন্দ। তিনি বলেন, ‘আমি এখন প্রতিদিন কাজ করছি, এটা-ই আমার একমাত্র পেশা। কোনো ব্যবসা করছি না। যদি হুট করে সিনেমায় যাই, আর বছরে এক-দুটি সিনেমা করি—তাহলে সেটা অর্থনৈতিকভাবে আমার জন্য টেকসই হবে না।’

অভিনেত্রীর মতে, টানা কাজ করেই তিনি নিজেকে সচল রাখেন। ‘আমাকে সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক অ্যাকটিভ মনে হয়, কিন্তু বাস্তবে আমি খুব ইনডোর টাইপ মানুষ। কাজের বাইরে কিছু করি না। কখনো হুট করে একটা পোস্ট দিই, তারপর আবার কাজের জগতে ফিরে যাই।’

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মাহি ছিলেন আরও খোলামেলা। ‘অনেকে ভাবে আমি খুব ওয়েস্টার্ন, খুব মডার্ন বা অনেক বেশি উগ্র। আসলে ব্যক্তিগত জীবনে আমি একদম সাধারণ মেয়ে। ভীষণ সিম্পল। যেমন, রান্না করি, পরিবারকে সময় দিই, খুব নরমাল একটা লাইফ যাপন করি। বাস্তবের মাহি অনেক সাধারণ।’

বর্তমানে মাহি একাধিক নাটক ও ওয়েব কনটেন্টের কাজ করছেন। তবে ভবিষ্যতে ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং সঠিক সময় পেলে বড় পর্দায় আসতে চান তিনি—এই ইঙ্গিতও দিয়েছেন সাক্ষাৎকারে।

Read Entire Article