অন্তরঙ্গ দৃশ্যের শর্তেই ভেঙে যায় অমৃতার বলিউড ক্যারিয়ার

1 hour ago 4
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। শাহরুখ খানের সঙ্গে ‘ম্যায় হু না’ দিয়ে পরিচিতি, আর ‘বিবাহ’ (২০০৬) ছবির সুপারহিট সাফল্যে বলিউডে দৃঢ় অবস্থান তৈরি করেছিলেন তিনি। মিষ্টি চেহারা আর নিষ্পাপ ইমেজ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিলেও খ্যাতির পাশাপাশি চাপও নেমে আসে তার জীবনে। ক্যারিয়ারের শুরুর উজ্জ্বল দিনগুলো পেরিয়ে ধীরে ধীরে রুপালি পর্দা থেকে হারিয়ে যান অমৃতা। সম্প্রতি ইউটিউবার রানভীর আল্লাহবাদিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এ অভিনেত্রী জানান, একের পর এক বড় বাজেটের সিনেমার প্রস্তাব এলেও সেগুলোর সঙ্গে থাকত অস্বস্তিকর কিছু শর্ত। অমৃতার ভাষায়, ‘বড় প্রোডাকশনের ছবির অফার আসত; কিন্তু সব কটিতে কোনো না কোনো শর্ত থাকত। যেমন—কিসিং সিন কিংবা অন্তরঙ্গ দৃশ্য। আমি ভাবতাম, কেন আমার কাছে শুধু এ ধরনের শর্তযুক্ত প্রস্তাবই আসে?’ এই অস্বস্তির কারণেই তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সামাজিক আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নেন। পার্টি, অ্যাওয়ার্ড শো—সব এড়িয়ে চলতেন। শুধু শুটিং করতেন, তারপর বাড়ি ফিরতেন। ফলে তিনি একাকিত্বে ভুগতে শুরু করেন। অমৃতা জানান, জীবনের সেই কঠিন সময়ে তার সঙ্গে পরিচয় হয় রেডিও জকি আনমোলের। দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালের ১৫ মে তারা বিয়ে করেন। এরপর ২০২০ সালের ১ নভেম্বর জন্ম নেয় তাদের ছেলে বীর। অনেকটা সময় মূলধারার সিনেমা থেকে বিরত থাকার পর অমৃতা সম্প্রতি ফিরেছেন ‘জলি এলএলবি ৩’-এর মাধ্যমে। ছবিতে তিনি আবারও অভিনয় করছেন ‘সন্ধ্যা’ চরিত্রে, যিনি প্রথম কিস্তিতে অরশাদ ওয়ারসির চরিত্রের স্ত্রী ছিলেন। সিনেমাটি মুক্তির পর দর্শকের ভালো সাড়া পাচ্ছে। অমৃতাকে আবারও পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্তরাও।
Read Entire Article