এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

11 hours ago 11
এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ–এ’র ম্যাচে পাকিস্তান–ইউএই লড়াইয়ের মাঝেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিং করতে গিয়ে পাকিস্তানি ফিল্ডারের থ্রো সরাসরি গিয়ে লাগে মাঠের আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের কানে। ঘটনাটি ঘটে ইউএই ইনিংসের ষষ্ঠ ওভারে। বোলারের হাতে ফেরানো থ্রোটি অসতর্কতার কারণে শ্রীলঙ্কান আম্পায়ারের বাঁ কানে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে খেলা থেমে যায়, পাকিস্তানি ক্রিকেটাররা ছুটে আসেন তার দিকে। টিম ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রিজার্ভ আম্পায়ার দায়িত্ব নিতে নামলে পাল্লিয়াগুরুগে মাঠ ছাড়েন। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৪৬/৯। ফখর জামানের ঝড়ো ৫০ (৩৬ বলে) আর শাহীন আফ্রিদির শেষ মুহূর্তের ২৯* রানে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করায় দলটি। ইউএই বোলারদের মধ্যে জুনায়েদ সিদ্দিক ছিলেন সেরা—৪ ওভারে ১৮ রান খরচে নেন ৪ উইকেট। জবাবে রান তাড়ার শুরুতেই ইউএই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সাইম আয়ুব ও আব্রার আহমেদ ইনিংসের প্রথম স্পেলেই তুলে নেন প্রতিপক্ষের দুই ব্যাটারকে, যার মধ্যে ছিলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ঠিক তখনই মাঠের নাটকীয়তাকে বাড়িয়ে দেয় আম্পায়ারের সেই দুর্ভাগ্যজনক আঘাত। পরে অবশ্য খুব সহজেই ৪১ রানে ম্যাচ জিতে নেয় মেন ইন গ্রিনরা।  The ball hit the umpire. pic.twitter.com/xhxrjReokI— الف (@Offcourseasssad) September 17, 2025
Read Entire Article