অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করছে: মোস্তফা

2 months ago 19

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করছে বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির রংপুর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মোস্তফা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। অথচ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে, এটা ঠিক না।

জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের দোসর ছিল না জানিয়ে মোস্তফা বলেন, কচি-কাঁচাদের কথা শুনে দেশকে বিভক্ত করবেন না। ঐক্যের ডাক দিলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করতে হবে, কাউকে বাদ দিয়ে নয়। জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের দোসর ছিল না।

মোস্তফা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে গায়েবি মামলা হয়েছিল, ঠিক বর্তমান সরকারের আমলেও গায়েবি মামলা হচ্ছে। এতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হচ্ছে।

ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননা জেনেভা কনভেনশনের পরিপন্থি উল্লেখ করে মোস্তফা বলেন, এ থেকে ভারতকে বেরিয়ে আসা জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রতিবেশীর সম্পর্ক বিরাজমান, তা অব্যাহত থাকুক আমরা এটা চাই।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, পাশের দেশ উসকানিমূলক পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করছে। অস্থিতিশীল পরিবেশ মোকাবিলায় জাতীয় পার্টি সব সময় সোচ্চার ভূমিকা পালন করবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতির রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম।

জিতু কবীর/আরএইচ/এএসএম

Read Entire Article