অন্ধকার ভাঙতে কলমকে অস্ত্র হিসেবে বেছে নেন বেগম রোকেয়া
পাঠচক্রে আলোচনায় বন্ধু সাবরিনা আখতার বলেন, ‘এই জীবনগ্রন্থে রোকেয়ার জন্ম, শৈশব, পারিবারিক পরিবেশ, শিক্ষা অর্জনের সংগ্রাম এবং পরবর্তীকালে নারী জাগরণে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়েছে। বইটির মূলকথা হলো, সেই সময় সমাজে নারীকে অশিক্ষিত ও অন্ধকারে রেখে দেওয়া হতো; রোকেয়া এই অন্ধকার ভাঙতে কলমকে অস্ত্র হিসেবে বেছে নেন।
পাঠচক্রে আলোচনায় বন্ধু সাবরিনা আখতার বলেন, ‘এই জীবনগ্রন্থে রোকেয়ার জন্ম, শৈশব, পারিবারিক পরিবেশ, শিক্ষা অর্জনের সংগ্রাম এবং পরবর্তীকালে নারী জাগরণে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়েছে। বইটির মূলকথা হলো, সেই সময় সমাজে নারীকে অশিক্ষিত ও অন্ধকারে রেখে দেওয়া হতো; রোকেয়া এই অন্ধকার ভাঙতে কলমকে অস্ত্র হিসেবে বেছে নেন।