'অপমানকর' শব্দ ব্যবহার করায় নিষিদ্ধ আলবেনিয়ার ফুটবলার

4 months ago 51

ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে ২-২ ব্যবধানে ড্র করে এখনো শেষ ষোলোর আশা জিইয়ে রেখেছে আলবেনিয়া। কিন্তু মরার উপর খাড়ার ঘা জুটেছে তাদের।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে আলবেনিয়ার স্ট্রাইকার মিরলিন্দ ডাকুকে দেখা যায় হ্যান্ড মাইকে কাউকে অপমানকর শব্দ চয়নে উল্লাস করছেন। যা ধরা পড়েছে মাইক্রোফোনে। এজন্য তাকে দুই ম্যাচে নিষিদ্ধ করেছে উয়েফা।

২৬ বছর বয়সী রুবিন কাজানের এই ফরোয়ার্ড নর্থ মেসিডোনিয়াকে নিয়ে অপমানকর শব্দ ব্যবহার করেন অথচ নর্থ মেসিডোনিয়া ইউরোতে খেলছেই না। পরবর্তীতে তিনি ক্ষমা চান। কিন্তু উয়েফা তাকে ক্ষমা করেনি।

এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ডাকুর নিষিদ্ধের খবর নিশ্চিত করে উয়েফা। এর ফলে স্পেনের বিপক্ষে ইউরোর শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। আরেক ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন উয়েফা ন্যাশন্স লিগের খেলায়।

ডাকুকে নিষিদ্ধ করার দিনে আলবেনিয়ার ফুটবল ফেডারেশনকেও জরিমানা করেছে উয়েফা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সমর্থকদের নানা উগ্র আচরণে ৪৭ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে তাদেরকে।

আরআর/এএসএম

Read Entire Article