অপরাজিত পর্তুগাল

2 months ago 33

নেশনস লিগে এখন পর্যন্ত অপরাজিত ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সোমবার রাতে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচে রোনালদোকে বিশ্রামে রাখা হয়েছিল। সোমবার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। সুইজারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে তাারা। কোয়ার্টার ফাইনালে উঠেছে ডেনমার্কও। আগেই কোয়ার্টার নিশ্চিত করে ফ্রান্স, ইতালি ও জার্মানি। কোয়ার্টার ফাইনালে উঠার দৌড়ে এগিয়ে আছে নেদারল্যান্ডসও।

নেশনস লিগের শুরু থেকেই ছন্দে রয়েছে পর্তুগাল। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। খেলেছে ৬ ম্যাচে। জিতেছে ৪টিতে। দুটি ড্র। জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। সেই গোল শোধ করেন ক্রোয়েশিয়ার জোস্কো ভারদিয়োল।

পর্তুগালের সঙ্গে ড্র করার পর ডিফেন্ডার গাভারদিওল বলেছেন, ‘এটা আমাদের কাছে দুটি আলাদা ম্যাচ বলে মনে হয়েছে। প্রথমার্ধে আমাদের ক্লান্ত মনে হয়েছে, মনে হচ্ছিল পরিবর্তন দরকার। তবে দ্বিতীয়ার্ধ অনেক ভালো ছিল।’

ম্যাচ শেষে পিনো বলেন, ‘ঘরের মাঠে দলের জয়ে গোল করার বেশি আর কী চাইতে পারি।’

স্পেনের হয়ে ৩২ মিনিটে প্রথম গোল করেন পিনো। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন ব্রায়ান জিল। যোগ করা সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন ব্রায়ান জারগাজো। সুইজারল্যান্ডের হয়ে দুটি গোল শোধ করেন মন্তেরো ও জেকিরি।

Read Entire Article