অপরাধ ও অবৈধ অস্ত্র উদ্বেগজনক,সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে অপরাধ ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই অপরাধ বাড়ছে,এতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন,এখনো পর্যন্ত লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি। কিছু অস্ত্র উদ্ধার হলেও অনেক অবৈধ অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। সীমান্ত দিয়ে মাদকের পাশাপাশি অবৈধ অস্ত্র দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। নির্বাচন সামনে রেখে অস্ত্র উদ্ধারে যে গতি থাকা প্রয়োজন, এবছর তা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তবে শঙ্কার মাঝেও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তারপরও আমরা একটি ভালো, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সঙ্

অপরাধ ও অবৈধ অস্ত্র উদ্বেগজনক,সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে অপরাধ ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।

তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই অপরাধ বাড়ছে,এতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন,এখনো পর্যন্ত লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি। কিছু অস্ত্র উদ্ধার হলেও অনেক অবৈধ অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। সীমান্ত দিয়ে মাদকের পাশাপাশি অবৈধ অস্ত্র দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। নির্বাচন সামনে রেখে অস্ত্র উদ্ধারে যে গতি থাকা প্রয়োজন, এবছর তা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তবে শঙ্কার মাঝেও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তারপরও আমরা একটি ভালো, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বুড়িচং–ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চান। তরুণরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। আমি নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। তিনি জানান, শিল্প স্থাপন, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে। পাশাপাশি এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন,সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। এই দর্পণের মাধ্যমেই জনগণ সঠিক তথ্য জানতে পারে। ঈগল প্রতীকের প্রার্থীর আদর্শ, কর্মসূচি ও বার্তা জনগণের কাছে তুলে ধরতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, বুড়িচং উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া মতবিনিময় সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর বক্তব্য শোনেন এবং নির্বাচন ও স্থানীয় উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow